জ্ঞানভিত্তিক সমাজ গঠনই মানবাধিকার সমুন্নত রাখার মূল মন্ত্র

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভায় বক্তব্য

| বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর, ২০২৪ at ৭:০৮ পূর্বাহ্ণ

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে এক আলোচনা সভা ১০ ডিসেম্বর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের সহসভাপতি ফেরদৌস খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

যুগ্ম সম্পাদক আবছার উদ্দিন অলির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, মহিলা বিষয়ক সম্পাদিকা অ্যাড. বিবি আয়েশা, সালমা আক্তার, মো. শাহ্‌ আলম, রোজী চৌধুরী প্রমুখ।

এতে বক্তারা বলেন, সুশিক্ষিত জাতি, জ্ঞানভিত্তিক সমাজ গঠন ও ধর্মীয় অনুশাসনই মানবাধিকার সমুন্নত রাখার মূল মন্ত্র। বক্তারা সকল ভেদাভেদ ভুলে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমাজ-সংস্কৃতি সম্পর্কে লেখকের অনুসন্ধিৎসু মন থাকা জরুরি
পরবর্তী নিবন্ধওমানে ভবনে কাজ করার সময় দুর্ঘটনা,প্রবাসীর মৃত্যু