জোড়া সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ ইয়াসির আলীর

জাতীয় ক্রিকেট লিগ

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৮ অক্টোবর, ২০২৫ at ৮:৪৫ পূর্বাহ্ণ

প্রথম ইনিংস যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন শুরু করলেন ইয়াসির আলি। দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচে জোড়া সেঞ্চুরির কীর্তি গড়ার দারুণ সম্ভাবনা জাগালেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেই স্বাদ না পাওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হলো তাকে। রাজশাহীতে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচে গতকাল সোমবার ২৬ রান নিয়ে খেলতে নেমে ৯২ রানে আউট হন ইয়াসির। ১২৩ বলের ইনিংসে ২ ছক্কার সঙ্গে মারেন ৭টি চার। প্রথম ইনিংসে ১২৯ রান করেছিলেন তিনি। ইয়াসিরের সৌজন্যে ৯ উইকেটে ২৭৭ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে চট্টগ্রাম। রাজশাহীকে ছুড়ে দেয় ৪৮৩ রানের বিশাল লক্ষ্য। পাহাড়সম রান তাড়ায় ৪ উইকেটে ২১৯ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে রাজশাহী। ম্যাচ জিততে শেষ দিনে তাদের চাই ২৬৪ রান, চট্টগ্রামের প্রয়োজন আর ৬ উইকেট। ৪ উইকেটে ১৪৩ রান নিয়ে দিন শুরু করা চট্টগ্রামকে পঞ্চাশ ছোঁয়া জুটি উপহার দেন ইরফান শুক্কুর ও ইয়াসির। ৭৪ বলে ফিফটি স্পর্শ করেন ইয়াসির। অল্পের জন্য সেই স্বাদ পাননি ইরফান, ফেরেন ৫ চারে ৪১ রান করে। নাঈম হাসান ও হাসান মুরাদকে নিয়ে দলের রান বাড়াতে থাকেন ইয়াসির। ৪টি চারে ২৩ বলে ২২ রান করেন নাঈম। ৫ চারে ৩৯ বলে ৩২ রান আসে মুরাদের ব্যাট থেকে। সেঞ্চুরি থেকে ৮ রান দূরে থাকতে আসাদউজ্জামান পায়েলের বলে এলবিডব্লিউ হয়ে যান ইয়াসির। রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন শফিকুল ইসলাম, পায়েলের প্রাপ্তি তিনটি। রান তাড়ায় ষষ্ঠ ওভারে দলের অধিনায়ক সাব্বির হোসেনকে হারায় রাজশাহী। তবে আগ্রাসী ব্যাটিংয়ে দলের রানের চাকা সচল রাখেন হাবিবুর রহমান। কিন্তু দ্রুতই থেমে যায় তার ঝড়। ৩ ছক্কা ও ৪টি চারে ৩৩ বলে ৪৫ রান করে ফিরে যান তিনি। কয়েক ওভার পর বিদায় নেন রহিম আহমেদও। ভালো শুরু পেয়ে ইনিংস বড় করতে পারেননি সাব্বির রহমান। ২ ছক্কা ও ৩টি চারে ২৭ বলে ৩১ রান করেন তিনি। দিনের বাকি সময় নিরাপদে কাটিয়ে দেন প্রিতম কুমার ও মেহরব হাসান। ১ ছক্কা ও ৬ চারে ৫৬ রানে খেলছেন প্রিতম। ৫৪ রান করতে ২ ছক্কা ও ৬ চার মারেন মেহরব।

পূর্ববর্তী নিবন্ধএস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাবের ফুটবল অনুশীলন শুরু
পরবর্তী নিবন্ধনয়ন নাথ নিরব স্মৃতি ওডিআই একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু