দুই দশকের ক্যারিয়ারে অনেক কাজই করেছেন, তবে তানজিকা আমিন মূলত আলোচনায় আসেন আশফাক নিপুণের ওয়েব সিরিজ ‘মহানগর ২’ দিয়ে। এরপর থেকে তার ব্যস্ততা আগের চেয়ে কয়েক গুণ বেড়ে যায়। তবে যা পাচ্ছেন তাতেই সায় দিচ্ছেন না অভিনেত্রী। যে গল্প বা চরিত্র মন টানছে শুধু তাতেই মনোনিবেশ করছেন।
সেই ধারাবাহিকতায় বছরান্তে একসঙ্গে দুই সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন তানজিকা আমিন। দুটি ভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে তানজিকা অভিনীত দুটি ওয়েব ফিল্ম। একটির নাম ‘ডিমলাইট’ অন্যটি ‘অমীমাংসিত’। এ নিয়ে উচ্ছ্বসিত তানজিকা নিজেও। অভিনেত্রী জানান, একেবারে ভিন্ন দুটি চরিত্রে দেখা যাবে তাকে। এরপর বললেন, বছরের শেষ মাসে দুটি ওয়েব ফিল্ম একসঙ্গে মুক্তি পাওয়া আমার জন্য আনন্দের। প্রতিটি চরিত্রে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। দর্শক কেমন নেন সেটাই এখন দেখার বিষয়।












