জোড়া গান নিয়ে আসছেন ভাবনা

| রবিবার , ৯ এপ্রিল, ২০২৩ at ৬:১১ পূর্বাহ্ণ

নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী এন কে ভাবনা। নিয়মিত গান করছেন তিনি। এরই ধারাবাহিকতায় ‘এলো খুশির বৈশাখ’ ও ‘মনের নদী উছলায়’ শিরোনামে দুইটি গানে কণ্ঠ দিয়েছেন। ‘এলো খুশির বৈশাখ’ গানটির কথা ও সুর করেছেন সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ। অন্য গানটির কথা ও সুর করেছেন শিল্পী এস কে সানু। নতুন গান দুটির সংগীত আয়োজনে ছিলেন সিহান।

মিউজিক ভিডিও পরিচালনা করেছেন নির্মাতা ইভান মল্লিক। কোরিওগ্রাফি করেছেন রাজিব। গান দুটি শিগগিরই শিল্পীর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। ভাবনা বলেন, গান দুটির কথাগুলো সুন্দর। দর্শকদের পছন্দ হবে। গানকে ভালোবাসি, ভালো গান দিয়েই দর্শকশ্রোতাদের মাঝে আজীবন বেঁচে থাকতে চাই।

পূর্ববর্তী নিবন্ধঈদে গুরু-শিষ্যের গান
পরবর্তী নিবন্ধআসছে ‘হোটেল রিল্যাক্স’