জোর করে বিয়ে ঠিক করায় স্কুলছাত্রীর আত্মহত্যা

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ২৮ এপ্রিল, ২০২৩ at ৫:২০ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে জোর করে বিয়ে ঠিক করায় নাদিয়া ইয়াছমিন (১৭) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার পূর্ব ইছাখালী গ্রামের আক্কাছের বাড়িতে এ ঘটনা ঘটে। নাদিয়া বামনসুন্দর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী ও একই বাড়ির হারুনের মেয়ে।

নিহত কিশোরীর দাদা আবুল খায়ের বলেন, হারুনের মেয়ে আনিকার বিয়ের দিন ধার্য্য করা হয়েছে আগামী ১০ মে। পরিবারের আর্থিক অভাবের কারণে ছোট মেয়ে নাদিয়া ইয়াছমিনের বিয়েও একসাথে দিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল পাশের বাড়ির একরামের সাথে। এতে মেয়ের অমত ছিল। গতকাল হঠাৎ শুনি মেয়ের মৃতদেহ ঝুলছে সিলিং ফ্যানের সাথে। ঘটনাস্থল পরিদর্শন করে জোরারগঞ্জ থানার এসআই ইমাম হোসাইন বলেন, বিয়েতে মেয়েটির অমতের কথা জানা গেছে। মৃতদেহ পোস্টমর্টেম করতে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজুর ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, মেয়েটির বাড়িতে আগেরদিন বুধবারেই তারই এক ফুফুর বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানেও সে খুব আনন্দ করেছে সবার সাথে। কিন্তু পরদিনই এমন ঘটনা ঘটবে তা কেউ কল্পনা করেনি। কিশোরীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধপুনঃভোট দাবি দুই প্রার্থীর
পরবর্তী নিবন্ধশান্তিপূর্ণ পরিবেশ, তিন কারণে ভোটার উপস্থিতি কম