জোরারগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

আজাদী অনলাইন | শনিবার , ৯ অক্টোবর, ২০২১ at ৬:৫৫ অপরাহ্ণ

জোরারগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (২২) এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

আজ শনিবার (৯ অক্টোবর) বেলা ১২টার দিকে চিনকি আস্তানা রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। বাংলানিউজ

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, “জোরারগঞ্জে থানাধীন চিনকি আস্তানা স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয় এবং তার মরদেহ উদ্ধার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “তার নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে আরসা নামধারী ৫ রোহিঙ্গা দুর্বৃত্ত আটক
পরবর্তী নিবন্ধদুর্গোৎসবে স্বেচ্ছাসেবক লীগের উপহার বিতরণ