জোরারগঞ্জে জামায়াত সমর্থকদের দোকানে তালা দিল বিএনপি কর্মীরা

দুইপক্ষের আলোচনার পর দেওয়া হয় খুলে

মীরসরাই প্রতিনিধি | বুধবার , ৮ জানুয়ারি, ২০২৫ at ৭:৩৯ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার জোরারগঞ্জ বাজারে জামায়াত সমর্থিত ব্যবসায়ীদের দোকানে গত সোমবার রাতে তালা দেন বিএনপির কর্মীরা। দুই পক্ষের মধ্যে আলোচনার পর গতকাল মঙ্গলবার সকালে আবার বিএনপির জেলা ও উপজেলা নেতৃবৃন্দ তালা খুলে দেন। এ বিষয়ে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন বলেন, সোমবার দুপুরে জোরারগঞ্জ বাজারে বিএনপি ও জামায়াতের দুটি পক্ষের মধ্যে যে ঘটনা ঘটেছে, তা দুঃখজনক। আমি এলাকায় থাকলে এটি হতে দিতাম না। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় বিএনপির অতি উৎসাহী কিছু লোক জামায়াত সমর্থিত ব্যবসায়ীদের কয়েকটি দোকানে তালা দিয়েছেন। যারাই এ কাজ করেছে, তারা মোটেও ঠিক করেনি। আমি দুপুরে জামায়াতের নেতাদের সঙ্গে বাজারে গিয়ে দোকানগুলোর তালা খুলে দিয়েছি।

এ বিষয়ে জোরারগঞ্জ থানা জামায়াতের আমির নুরুল হুদা হামিদী বলেন, সোমবার জোরারগঞ্জ বাজারে ঠিকাদারি কাজ নিয়ে জামায়াত ও বিএনপির কিছু লোকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই সংঘর্ষে দুই পক্ষেরই ক্ষয়ক্ষতি হয়েছে। এর জের ধরে সোমবার সন্ধ্যায় জোরারগঞ্জ বাজারে আমাদের দলীয় কার্যালয় ও জামায়াত সমর্থিত ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ করে দেয় বিএনপির লোকজন। এ বিষয়ে বিএনপির নেতাদের সঙ্গে যোগাযোগের পর তালা খুলে দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, আমাদের দলীয় কর্মসূচি থাকায় সারাদিনই চট্টগ্রাম শহরে ছিলাম। জোরারগঞ্জ বাজারে দুই পক্ষের সংঘর্ষের বিষয়ে যতটুকু জেনেছি, ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। জোরারগঞ্জ বাজারে জামায়াতের নেতাকর্মীদের দোকানে তালা দেওয়ার বিষয়টিও আমি জানি না। যদি তেমনটি হয়ে থাকে, তবে তা ঠিক হয়নি।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীসহ পাঁচ অর্থনৈতিক অঞ্চলে কাজ করবে সরকার
পরবর্তী নিবন্ধজেলের জালে এলো মর্টার শেল