জোরপূর্বক পতিতাবৃত্তি, গ্রেপ্তার ৭

১০ নারীকে উদ্ধার

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৪ আগস্ট, ২০২২ at ৫:১৯ পূর্বাহ্ণ

জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ সময় উদ্ধার করা হয় ১০ নারীকে। এদের চাকরি দেয়ার নামে এনে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়। গত সোমবার রাতে পাঁচলাইশ বন গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন সামার হিল আবাসিক এলাকায় জনৈক নাঈম সাহেবের দোতলা বিল্ডিং থেকে তাদের উদ্ধার করা হয়। ধৃতরা হচ্ছেন আব্দুল জলিল, মো. লিটন, মো. কামাল হোসেন, আবদুল খালেক, মো. সেলিম, মো. হারুন ও সাইফুল ইসলাম। পুলিশ জানায়, উদ্ধারকৃত নারীদের দীর্ঘদিন যাবত জোরপূর্বক আটক রেখে পতিতাবৃত্তি করতে বাধ্য করা হতো। ধৃতরা পরস্পরের যোগসাজশে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন দালালের মাধ্যমে কৌশলে নারী সংগ্রহ করে উক্ত বিল্ডিংয়ে আটক রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করে এবং খদ্দের আনাসহ উক্ত বাড়ির পাহারায় নিযুক্ত থাকে। কোনো মেয়ে পতিতাবৃত্তির কাজে অনীহা প্রকাশ করলে তাদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুকে উৎসর্গ করে নৃত্যনাট্য
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কোয়ান্টাম ফাউন্ডেশনে শোকরানা হিলিং উৎসব