নগরীর আলকরণ নিবাসী জোবায়দা খানম জেবু গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। আজ শুক্রবার সকাল ৯টায় নামাজে জানাজা শেষে নগরীর গরীব উল্লাহ শাহ (র.) মাজার সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে।
জোবায়দা খানম পতেঙ্গা স্টিল মিলের সাবেক কমকর্তা ও লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউপির মোহাম্মদ ছালামত উল্লাহর বড় মেয়ে। তার স্বামী নুরুল ইসলাম চৌধুরী রাউজান সরকারি কলেজের অধ্যক্ষ ও মাউশির সাবেক উপপরিচালক। তিনি চার কন্যাসন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।