জোবাইরুল আরিফের নেতৃত্বে পদযাত্রা

চান্দগাঁও-বোয়ালখালী

| বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ at ৯:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম(চান্দগাঁওবোয়ালখালী) আসনে শাপলা কলি মার্কায় মনোনয়ন প্রত্যাশী এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফের নেতৃত্বে গতকাল বুধবার বহদ্দারহাট মোড় থেকে কালুরঘাট পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার এ পদযাত্রায় তরুণপ্রবীণ, দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনগণ একযোগে অংশ নেন। বহদ্দারহাট মোড় থেকে শুরু হওয়া পথযাত্রা কালুরঘাট পর্যন্ত পুরো পথজুড়ে বিস্তৃত ছিল শাপলা কলি প্রতীকের স্লোগান, উৎসাহ ও উদ্দীপনায়।

পদযাত্রা শেষে জোবাইরুল আরিফ বলেন, চান্দগাঁওবোয়ালখালীর মানুষের আগামী দিনের মুক্তির প্রতীক হবে এই শাপলা কলি। আমরা চেয়েছিলাম জাতীয় এনসিপির প্রতীক হবে শাপলা, যেহেতু শাপলার সাথে এদেশের মানুষের আত্মার বন্ধন আছে। কিন্তু আমরা শাপলার পরিবর্তে শাপলা কলি পেয়েছি। আর আমরা এই শাপলা কলি দিয়েই মানুষের মুক্তির ফুল ফুটাতে চাই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবৈষম্য দূর করার দাবি
পরবর্তী নিবন্ধবিএনপির ৩১ দফা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার