জোবাইরুলের বার্ষিক আয় ৩ লাখ ৩০ হাজার টাকা

আজাদী প্রতবেদন | শুক্রবার , ২ জানুয়ারি, ২০২৬ at ৫:৩৫ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম(চাঁন্দগাওবোয়ালখালী) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত মো. জোবাইরুল হাসান আরিফ নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামায় পেশা উল্লেখ করেছেন ‘সাংবাদিকতা’। শুধুমাত্র এই পেশা থেকে তিনি বার্ষিক ৩ লাখ ৩০ হাজার টাকা আয় করেন বলে উল্লেখ করেছেন। হলফনামা মতে, জোবাইরুল হাসান আরিফের স্থায়ী ঠিকানা সাতকানিয়া উপজেলার ছৈয়দাবাদ গ্রামে। তার বাবা আবদুল আজিজ এবং মা আফরোজা শাহনাজ তাসমিন। বর্তমানে তিনি নগরীর চাঁন্দগাও আবাসিক এলাকার ৩ নং রোডে বসবাস করছেন।

দাখিলকৃত তথ্যে দেখা যায়, তার নেই কোনো স্থাবর সম্পদ। অস্থাবর সম্পদের মধ্যে নগদ অর্থ দেখিয়েছেন রয়েছে ২ লাখ ৭৬ হাজার টাকা। তার ওপর কোনো নির্ভরশীল নেই এবং অন্য কোনো খাত থেকেও তার আয় নেই। পাশাপাশি তার কোনো ঋণ বা দেনা নেই বলেও উল্লেখ করা হয়েছে হলফনামায়। এছাড়া হলফনামায় তিনি উল্লেখ করেছেন, তার বিরুদ্ধে বর্তমানে কোনো ফৌজদারি মামলা নেই এবং অতীতেও তিনি কোনো মামলায় অভিযুক্ত হননি।

উল্লেখ্য, মো. জোবাইরুল হাসান আরিফ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক এবং চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পূর্ববর্তী নিবন্ধসঞ্চয়পত্রে সুদহার কমলো
পরবর্তী নিবন্ধকৃষিখাতে হেলালীর আয় ৫৪ হাজার ৯০৭ টাকা