জোনাল সেটেলমেন্ট অফিসার নজরুল চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১ জানুয়ারি, ২০২১ at ৬:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ নজরুল ইসলামকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা পদে বদলি করা হয়েছে। গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। এর আগে গত সোমবার চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মুফিদুল আলমকে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক পদে বদলি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধআলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধকরোনাকে জয় করাই হোক নতুন বর্ষের প্রত্যয়