জোটের প্রার্থী কে? জামায়াত নাকি খেলাফত মজলিশ

চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী

এম নুরুল ইসলাম, আনোয়ারা | শনিবার , ১৭ জানুয়ারি, ২০২৬ at ৭:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১৩ (আনোয়ারাকর্ণফুলী) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোট প্রার্থী নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। জামায়াতের দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী প্রায় এক বছর ধরে ভোটের মাঠে আছেন। বর্তমান ত্রয়োদশ নির্বাচনের তফসিল ঘোষণার পর দলীয় মনোনয়ন পেয়ে তিনি যাচাইবাছাই উত্তীর্ণ হয়ে নির্বাচনের মাঠে ব্যাপক প্রচার প্রচারণায় এগিয়ে আছেন। এ অবস্থায় গত বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াত ইসলামীসহ সমমনা ১০ দলীয় জোট গঠন হওয়ার পর প্রার্থিতা প্রত্যাহারের ৪ দিন আগে জোটের প্রার্থী হিসাবে খেলাফত মজলিশের আনোয়ারা উপজেলা সভাপতি মোহাম্মদ ইমরানকে চট্টগ্রাম ১৩ ( আনোয়ারা কর্ণফুলী) আসনে প্রার্থী ঘোষণার খবর প্রচারিত হলে এ আসনের জামায়াত সমর্থিত শিবিরের নেতা কর্মীদের মাঝে চরম হতাশা নেমে আসে। গত কাল থেকে জামায়াত প্রার্থীর অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা পোস্টের মাধ্যমে তাদের প্রার্থী ভোটের মাঠে থাকার কথা জানান। অপরদিকে ১০ দলীয় জোটের প্রার্থী হিসাবে নাম প্রকাশিত হওয়ায় বেশ ফুরফুরে মেজাজে আছেন খেলাফত মজলিশের প্রার্থী মোহাম্মদ ইমরান। ভোটের রাজনীতির নানা নাটকীয়তায় গতকাল দিনভর আনোয়ারাকর্ণফুলী জুড়ে ছিল ১০ দলীয় জোটের প্রার্থী নিয়ে আলোচনা।

এই অবস্থায় হিসাব নিকাশের মধ্যে অনেকটা নির্ভার হয়ে নিজেদের মত করে ঘর গোছাচ্ছেন বিএনপি প্রার্থী ও ৩ বারের এমপি সরওয়ার জামাল নিজাম ও বৃহত্তর সুন্নি জোটের প্রার্থী মাওলানা এস এম শাহজাহান।

প্রার্থিতার বিষয়ে খেলাফত মজলিশের প্রার্থী মোহাম্মদ ইমরান বলেন, জামায়াতের জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলগণ গতকাল তার সঙ্গে দেখা করে তাকে নির্বাচনে জামায়াত প্রার্থীকে সমর্থন করার অনুরোধ জানিয়েছেন। তবে জামায়াত নেতৃবৃন্দের মাঝে কারা তার সাথে দেখা করেছেন তাদের নাম তিনি জানেন না বলে জানান। তিনি আরো বলেন, যেহেতু অনেক চড়াই উৎরাই পেরিয়ে জোট তার ওপর আস্থা রেখেছে এটা অনেক সম্মানের, এই দায়িত্ব কোনো ব্যক্তিগত সম্মান নয়; এটি একটি আমানত, যা মানুষের কল্যাণের জন্য কাজ করার সুযোগ এনে দিয়েছে।

তার মতে জামায়াতের প্রার্থী জোটের মনোনয়ন না পাওয়ায় কিছুটা মনোক্ষুণ্ন হতে পারেন। তবে এসব ঠিক হয়ে সবাই জোটের অঙ্গীকার হিসেবে জোটের প্রার্থীর পক্ষে নির্বাচন করবেন বলে মনে করেন।

জামায়াতের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, ‘আমি এই আসনে একানব্বই সালেও দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করেছি। আমার দীর্ঘ রাজনৈতিক জীবন আমার নির্বাচনী এলাকার জনগণের জন্য উৎসর্গ করেছি। বিগত এক বছরের বেশি সময় ধরে দলীয় প্রার্থী হিসেবে কাজ করছি। দলের মনোনয়নও পেয়েছি। কিন্তু জোট গঠনের পর এই আসনে জোটের প্রার্থী পরিবর্তনের কথা শুনেছি। কিন্তু আমি এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো চিঠি কিংবা দলীয় নির্দেশনা পাইনি। তাই আমি আমার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী আচরণ বিধি মেনে ভোটের মাঠে আছি।’ আর স্থানীয় ও জামায়াত সমর্থিত নেতাকর্মীরাও মনে করেন, শেষ মুহূর্তে এই আসনে ১০ দলীয় জোট প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী নির্বাচন করবেন। কেননা খেলাফত মজলিশের ঘোষিত প্রার্থী মোহাম্মদ ইমরানের আনোয়ারা কর্ণফুলী আসনে নিজস্ব কোনো পরিচিতি নেই। ভোটের মাঠে তিনি একেবারে নতুন এবং স্থানীয় ভোটারের কাছে একেবারে অপরিচিত মুখ। তাছাড়া নির্বাচন করার জন্য খেলাফত মজলিশের উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক সাংগঠনিক কোনো ভিত্তি নেই। এ অবস্থায় আনোয়ারা কর্ণফুলী আসনে খেলাফত মজলিশের প্রার্থী ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করলে নির্বাচনের ফলাফলে জোটের ভরাডুবি হবে। নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াত ইসলামীর দায়িত্বশীল সূত্র জানিয়েছে, চট্টগ্রাম ১৩ আসনে দলের প্রার্থী হিসেবে অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীকে ১০ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে বিবেচনায় আনার জন্য কেন্দ্রের সাথে আলাপ আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

বিএনপি প্রার্থী তিন বারের সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, ‘নির্বাচনে ধানের শীষের প্রার্থীর প্রতিদ্বন্দ্বী প্রার্থী কে হল না হল সেটা দেখার বিষয় নয়। বিএনপিকে ভোট দেওয়ার জন্য আনোয়ারা কর্ণফুলীর সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাই এবারের নির্বাচনে অতীতের সব রেকর্ড ভেঙ্গে ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ।’

বৃহত্তর সুন্নিজোটের প্রার্থী মাওলানা এস এম শাহজাহান বলেন, ‘আনোয়ারা কর্ণফুলী পীর আউলিয়ার এলাকা। সাধারণ ভোটার ও সুন্নি সমর্থিতরা মোমবাতি প্রতীকে ভোট রেকর্ড সৃষ্টি করবেন। বিরোধী শিবিরে প্রার্থী কে হবে সেটা বিবেচ্য বিষয় নয় বলে মনে করি।’

পূর্ববর্তী নিবন্ধনতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনপিএর আত্মপ্রকাশ
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে গাছবোঝাই পিকআপ খাদে, নিহত ২