পর্তুগিজ ফুটবল তারকা দিয়োগো জোটার অকাল মৃত্যুর খবরে স্তব্ধ ফুটবল বিশ্ব। তবে কেবল শোক প্রকাশেই থেমে থাকেনি ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব লিভারপুল। সাবেক এই ফরোয়ার্ডের প্রতি শ্রদ্ধা জানাতে ও তার পরিবারের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী এক মানবিক সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। পর্তুগালের ক্রীড়া দৈনিক ‘রেকর্ড’ জানিয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত লিভারপুলের সঙ্গে জোটার যে দুই বছরের চুক্তি বাকি ছিল, তার সম্পূর্ণ অর্থ তার পরিবারকে পরিশোধ করবে ক্লাবটি। এই সিদ্ধান্তকে অনেকেই দেখছেন দায়িত্বশীলতা ও ভালোবাসার বিরল উদাহরণ হিসেবে। শুধু আর্থিক সহায়তাই নয়, জোটার শেষযাত্রায় শ্রদ্ধা জানাতে লিভারপুলের প্রশিক্ষক দলের সদস্য, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও খেলোয়াড়দের একটি অংশ ব্যক্তিগতভাবে গিয়েছিলেন পর্তুগালের গন্দোমার শহরে, যেখানে অনুষ্ঠিত হয় জোটার শেষকৃত্য। ক্লাবটি আরও জানিয়েছে,জোটার অবদানকে চিরস্মরণীয় করে রাখতে আমরা তার ২০ নম্বর জার্সি অবসরে নেওয়ার বিষয়টি বিবেচনা করছি।’ এই দম্পতির তিন সন্তান রয়েছে। দুই ছেলের বয়স চার ও দুই বছর, মেয়ের বয়স সাত মাস।