‘জোকার সিকুয়েলে’ লেডি গাগার প্রথম ঝলক

| শুক্রবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:০১ পূর্বাহ্ণ

চার বছর আগে বিপুল জনপ্রিয়তা পাওয়া হলিউডের ‘জোকার’ সিনেমার সিকুয়েলে নিজের ফার্স্ট লুক প্রকাশ করলেন পপস্টার অভিনেত্রী লেডি গাগা। সাইকোলজিক্যাল থ্রিলার জোকারের সিকুয়েলের নাম ‘জোকার ২: ফোলি আ দ্যুঁ’। মুক্তি পাবে ২০২৪ সালের ৪ আক্টোবর। মূল চরিত্র ‘আর্থার ফ্লেক’এ আগের মতই আছেন ওয়াকিন ফিনিক্স। আর আর্থার ফ্লেকের প্রেমিকা হার্লে কুইনের ভূমিকায় থাকছেন লেডি গাগা। সিএনএন জানিয়েছে, লেডি গাগা তার ফার্স্ট লুকের ছবি প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে। খবর বিডিনিউজের।

ওই ছবিতে দেখা যায় বিস্ময়ভালোবাসার অভিব্যক্তি ফুটিয়ে জোকারের গলা ধরে আছে হার্লে কুইন। ছবির ক্যাপশনে ভ্যালেন্টাইনস ডের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ফিনিক্সগাগার ছবিতে ভক্তরাও খুশি। কেউ বলছেন, আমার হৃদস্পন্দন থেমে গেছে। কেউ কেউ আবার সিনেমা মুক্তির আগেই অস্কার দিয়ে বসেছেন।

তবে সিনেমাটির টিজার সোশ্যাল মিডিয়ায় আসে গত বছর। ‘জোকার’ সিনেমায় মনোরোগ বিশেষজ্ঞ হার্লে কুইনের একটি সম্পর্ক তৈরি হয় মেন্টাল ইন্সটিটিউশনে থাকার সময়। পরে হার্লে কুইন জোকারের ক্রাইম পার্টনারও হয়ে ওঠেন। এর আগে চরিত্রটি করেছিলেন হলিউড অভিনেত্রী মার্গট ববি।

পূর্ববর্তী নিবন্ধসারা বছরই মানুষ যেন ডিসি পার্কে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে
পরবর্তী নিবন্ধ‘ফিরে দেখা’ নিয়ে কবে ফিরছেন রোজিনা?