জে এম সেন হলে চিকিৎসা সেবা ক্যাম্প

| শনিবার , ৯ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক ও ১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজন বলেছেন, ধর্ম মানুষকে মানবিক হতে শেখায়। ভগবান শ্রীকৃষ্ণ আজীবন মানবতার বাণী প্রচার করে গেছেন। জন্মাষ্টমীর মাধ্যমে মানুষে মানুষে সমপ্রতি গড়ে উঠুক। সুন্দর ও সৌহার্দপূর্ণ হোক হিন্দুমুসলমানবৌদ্ধখ্রিস্টানের ভ্রাতৃত্ব। গত বৃহস্পতিবার জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত জন্মাষ্টমী উৎসব উপলক্ষে নগরীর জেএম সেন হলে ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পরিষদ কর্মকর্তা কৃষ্ণ কান্তি দত্তের সভাপতিত্বে ও লিপটন দেবনাথ লিপুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় চিকিৎসা সেবা কমিটির সচিব চক্ষু বিশেষজ্ঞ ডা. কথক দাশ। বক্তব্য রাখেন পরিষদ কর্মকর্তা লায়ন তপন কান্তি দাশ, প্রকৌশলী আশুতোষ দাশ, শিবু প্রসাদ দত্ত, অর্থ সম্পাদক রতন আচার্য্য, ডা. অঞ্জন কুমার দাশ, অরুন চৌধুরী, নিশান বিশ্বাস, ডা. অন্তরদ্বীপ নন্দী, ডা. বিশ্বজিত দে, ডা. অভ্র ভট্টাচার্য, ডা. পূজা মল্লিক, ডা. দেবজ্যোতি দাশ, ডা. ইমন সিকদার, ডা. সুকান্ত দাশ প্রমুখ। চিকিৎসা সেবা প্রদান করেন বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ এবং চক্ষু সেবা প্রদান করেন লায়ন্স চক্ষু হাসপাতাল। এতে প্রায় ১ হাজারেরও অধিক মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে দক্ষিণ জেলা যুবলীগের মশারি বিতরণ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার ঢেউটিন বিতরণ