জেসিটিএ রেড এবং ইস্পাহানি একাডেমির জয়

মেয়র কাপ অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২১ মে, ২০২৫ at ৮:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশের ব্যবস্থাপনায় ইকুইটি মেয়র কাপ অনূর্ধ্ব১৪ ক্রিকেট টুর্নামেন্টে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত খেলায় ইস্পাহানি ক্রিকেট একাডেমি এবং জেসিটিএ রেড ক্রিকেট একাডেমি জয়লাভ করেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন বাকলিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় ইস্পাহানি ক্রিকেট একাডেমি ৭ উইকেটে মিরসরাই ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। আগে ব্যাট করে মিরসরাই একাডেমি সব উইকেট হারিয়ে ৯৫ রান করে। জবাবে ১৮.২ ওভারে ৩ উইকেট হারিয়ে তুলে নেয় ৯৬ রান। ম্যান অব দ্যা ম্যাচ ইস্পাহানি ক্রিকেট একাডেমির ইয়াস্পির হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একাদশের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ফুটবল খেলোয়াড় বিভাস বড়ুয়া। দিনের দ্বিতীয় খেলায় জেসিটিএ রেড ক্রিকেট একাডেমি ১৪০ রানে সিসিএ গ্রিন ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। বৃষ্টির জন্য এ খেলা ১৮ ওভারে নির্ধারণ করা হয়। জেসিটিএ রেড ক্রিকেট একাডেমি আগে ব্যাট করে ১৮ ওভারে ১ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে। জবাবে সিসিএ গ্রিন ক্রিকেট একাডেমি ১৮ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৩৪ রান করতে সমর্থ হয়। ম্যান অব দ্যা ম্যাচ জেসিটিএ রেড ক্রিকেট একাডেমির মুশফিকের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক কর্মকর্তা মামুনুর রশীদ। মুশফিক ৫৯ বলে ৯৩ রান সংগ্রহ করে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার এম শাহ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়ার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধপাকিস্তান সফরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ