সারাদিন মোটামুটি স্বস্তি থাকলেও ইফতারের ঠিক আগ মুহূর্তে সৃষ্টি হয় অসহনীয় যানজট। এতে বিপাকে পড়েন অফিস ফেরত সাধারণ মানুষ। কেউ কেউ ইফতারের আগে ঘরে ফেরা নিয়ে থাকেন সংশয়ে। কখনো কখনো রাস্তার মাঝেই যাত্রা পথে করতে হয় ইফতার।
এই ভাবনা থেকে রমজান মাসজুড়ে প্রতিদিনই ‘ইফতার হোক সবার’ শিরোনামে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় ২৬ রমযান চট্টগ্রামের ব্যস্ততম এলাকা প্রবর্তক মোড় ও লালখান বাজার মোড় ট্রাফিক জ্যামে আটকে থাকা ও সুবিধাবঞ্চিত ৫০০ মানুষের মাঝে ইফতার বিতরণ করে জেসিআই চট্টগ্রাম। জেসিআই চট্টগ্রামের প্রেসিডেন্ট গোলাম সরোয়ার চৌধুরীর নেতৃত্বে ও সদস্যদের সহযোগিতায় ইফতার বিতরণের এই আয়োজনে জেসিআই চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার বিতরণে উপস্থিত ছিলেন– জেসিআই বাংলাদেশের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সান সাহেদ, জেসিআই চট্টগ্রামের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মইন উদ্দিন নাহিদ, ভাইস প্রেসিডেন্ট সাহেদ আলি সাকি, ভাইস প্রেসিডেন্ট আলামিন বাপ্পি, ভাইস প্রেসিডেন্ট মুন্তাসির আল মাহমুদ (রাহি), ভাইস প্রেসিডেন্ট ডা: জুয়েল রহমান, ট্রেজারার ইঞ্জিনিয়ার ইসতিয়াক উর রহমান, জেনারেল লিগাল কাউন্সিল ইমরান হাসান অভি, ট্রেনিং কমিশনার সাইহান হাসনাত, ডিরেক্টর সাকিব চৌধুরী, কমিটি চেয়ার আমির খসরু, মেম্বার আবিদ ও আসিফসহ অন্যান্য সদস্যগণ। ইফতার বিতরণ তত্ত্বাবধান করেন সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আলম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।