তরুণদের আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের নবনির্বাচিত জাতীয় কমিটি গঠিত হয়েছে। ২০২৫ সালের নবনির্বাচিত জাতীয় কমিটিতে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের শান শাহেদ।
চলতি বছরে সমপ্রতি রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে জাতীয় সাধারণ সভার আয়োজন করা হয়। এই নির্বাচনে ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে কাজী ফাহাদ, ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন আরেফিন রাফি আহমেদ। এছাড়াও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ফাহিম আহমেদ ও তানভীর সাদ আকাশ।
জেসিআই বাংলাদেশের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার বিষয়ে শান শাহেদ বলেন, তিনি চট্টগ্রামসহ পুরো বাংলাদেশের তরুণদের নিয়ে কাজ করতে চান। কর্মদক্ষতা, পরামর্শ এবং নেটওয়ার্কিং বৃদ্ধিসহ নানা বিষয় নিয়ে তরুণদের এমন একটি সম্ভাবনাময় কমিউনিটি গড়ে তুলার কথা বলেন চট্টগ্রামের এই সন্তান। এই সময় তিনি আরও বলেন, জেসিআই বাংলাদেশে বর্তমান পরিষদ আরও বেশী কর্মদক্ষ হবে এবং অনেক বেশী অবদান রাখবে তরুণদের প্রতিভা কিংবা মেধা বিকাশে। প্রেস বিজ্ঞপ্তি।