জেসিআইয়ের সঙ্গে সিটি ব্যাংকের চুক্তি

| বুধবার , ১৬ জুন, ২০২১ at ১০:৪১ পূর্বাহ্ণ

সিটি ব্যাংক এবং জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই)-এর সঙ্গে গতকাল মঙ্গলবার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে বিভিন্ন কর্মশালা, সেমিনার ও প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে নারীর ক্ষমতায়নে কাজ করবে। এই বিশেষ চুক্তির আওতায় নারীদের জন্য একটি বিশ্ব সমপ্রদায়ে জড়িত থাকার জন্য নেটওয়ার্কিংয়ের সুযোগও তৈরি করবে।
উক্ত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন সিটি ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং অরূপ হায়দার এবং জেসিআই বাংলাদেশ-এর ২০২১ ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট।
অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশ লিমিটেডের ফার্স্ট লেডি তাসমিনা আহমেদ শ্রাবণী এবং সিটি ব্যাংকের হেড অফ সিটি আলো মারিয়াম জাভেদ জুহিসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফকিরপাড়া একতা সংঘের আত্মপ্রকাশ অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে প্রাইভেটকার বাস সংঘর্ষে আহত ৩