জেসিআইয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হলেন মঈন উদ্দিন নাহিদ

| শুক্রবার , ২৭ ডিসেম্বর, ২০২৪ at ৭:৪৮ পূর্বাহ্ণ

তরুণদের আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রামের নতুন কমিটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (নির্বাহী সহসভাপতি) নির্বাচিত হয়েছেন তরুণ ব্যবসায়ী ও সংগঠক মঈন উদ্দিন নাহিদ। সম্প্রতি চট্টগ্রাম ক্লাবে এ স্বেচ্ছাসেবী সংগঠনের চট্টগ্রাম চ্যাপ্টারের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ভোটগ্রহণের মাধ্যমে আগামী এক বছরের জন্য এই তরুণ ব্যবসায়ীকে নির্বাচিত করেন ভোটাররা।

নবনির্বাচিত এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মঈন উদ্দিন নাহিদ বলেন, ‘জেসিআই তরুণদের সর্ববৃহৎ অরাজনৈতিক একটি সংগঠন। বৃহৎ এই সংগঠনের সাথে আমি দীর্ঘদিন ধরে নানাভাবে জড়িত ছিলাম। এবার সংগঠনের সম্মানিত ভোটাররা আমাকে যোগ্য মনে করে গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করেছেন। আমার এতদিনের মেধা ও জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগিয়ে এর প্রতিদান দিতে চাই। সংগঠনের সার্বিক উন্নয়নে যা প্রয়োজন করবো। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম সরোয়ার চৌধুরী। নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সদ্য বিদায়ী সভাপতি রাজু আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপদ্মা অয়েল কোম্পানী অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন
পরবর্তী নিবন্ধচান্দগাঁও ওয়ার্ডে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা