জেল থেকে বের হয়েই ছিনতাই

কোতোয়ালী থেকে সহযোগীসহ রবিউল গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৭ মার্চ, ২০২৪ at ৮:২৬ পূর্বাহ্ণ

জেল থেকে বের হয়েই ছিনতাই করে আবারো ধরা খেলেন রবিউল ইসলাম রুবেল (৩৬)। গতকাল নগরীর কোতোয়ালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। একই সাথে গ্রেপ্তার করা হয় তার সহযোগী শাহাদাত হোসেন বাবুকেও (২৮)

কোতোয়ালী থানার ওসি ওবায়দুল হক বলেন, সোমবার রাতে নগরীর নিউমার্কেট এলাকায় সমাপ্তি রানী প্রধান নামে এক নারীর (৪২) সোনার চেইন ছিনতাই করে রুবেল। এ ঘটনায় ঐদিন রাতেই কোতোয়ালী থানায় মামলা হয়। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার সহযোগীসহ তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, এর আগে কয়েকবার গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছে সে। তার বিরুদ্ধে নগরীর কোতোয়ালী থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউতে বসন্ত বন্দনা
পরবর্তী নিবন্ধসিরাজগঞ্জ মেডিকেলের সেই শিক্ষক বরখাস্ত, রিমান্ডে চায় পুলিশ