মিয়ানমার নৌবাহিনী কর্তৃক বাংলাদেশি জেলে হত্যার ঘটনায় মিয়ানমার সরকারের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মিয়ানমার দূতাবাসে পাঠানো চিঠিতে গত ৯ অক্টোবর কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহ পরীর দ্বীপের কনা পাড়া গ্রামের বাসিন্দা উসমানকে মিয়ানমার নৌ বাহিনী কর্তৃক হত্যার ঘটনার প্রতিবাদ এবং গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। খবর বাসসের।
উসমানসহ প্রায় ৫৮ জন বাংলাদেশি জেলে এবং ৬টি মাছ ধরার নৌকা অপহরণ করে নিয়ে যায় মিয়ানমার নৌ বাহিনী। জেলেরা টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন ইউনিয়নের কাছে মাছ ধরছিলেন। পরবর্তীতে বাংলাদেশ কোস্ট গার্ড এবং মিয়ানমার নৌ বাহিনীর মধ্যে যোগাযোগের পর নৌকা ও জেলেদের দুই ধাপে ছেড়ে দেওয়া হয়। এ ধরনের অযাচিত কর্মকাণ্ডের আর যেন পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য বাংলাদেশ সরকার মিয়ানমারকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। বাংলাদেশের জলসীমার অখণ্ডতার প্রতি যথাযথ সম্মান এবং ভবিষ্যতে যে কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে মিয়ানমারকে অনুরোধ জানানো হয়েছে।