জেলে গিয়েছেন ৯ বার জামিনে এসে ফের ইয়াবার কারবার

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ নভেম্বর, ২০২২ at ৬:১২ পূর্বাহ্ণ

মাদক মামলায় নয় বার জেলে গিয়েছেন, জামিনে এসে ফের ৮০০ ইয়াবাসহ আবারও গ্রেপ্তার হলেন মাদক ব্যবসায়ী মো. জামাল উদ্দিন (৪০)। গত মঙ্গলবার রাতে সীতাকুণ্ড পৌরসদরের সোবহানবাগ খাদ্য গুদামের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার জামাল উদ্দিন পৌর সদরের মধ্যম মহাদেবপুর লাঠিয়ালপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে ইয়াবা বিক্রির জন্য পৌর সদরে সোবহানবাগ খাদ্যগুদাম এলাকায় ক্রেতার জন্য অপেক্ষা করছিলেন জামাল। খবর পেয়ে সীতাকুণ্ড থানার পুলিশ অভিযান চালিয়ে জামালকে গ্রেপ্তার করে। পরে সীতাকুণ্ড থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। এ নিয়ে তার বিরুদ্ধে ৯টি মাদক মামলা করা হয়েছে।
সীতাকুণ্ড থানার থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, ২০১৬ সালে জামাল উদ্দিন মাদক বিক্রির সঙ্গে জড়িয়ে পড়েন। ওই বছর জানুয়ারিতে তিনি প্রথমবার ধরা পড়ে কারাভোগ করেন। চার মাস পর জামিনে এসে আবারও মাদক নিয়ে ধরা পড়েন। এরপর নয় বার জেলে গিয়ে জামিনে এসে আবারও শুরু করেন মাদক ব্যবসা। মঙ্গলবার রাতে তিনি দশমবারের মতো মাদক নিয়ে ধরা পড়েছেন।
গতকাল বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধকদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধসংবাদপত্র হকার বাবুল পাটোয়ারী ও শামসুল হকের ইন্তেকাল