কর্ণফুলীতে মাছ ধরতে গিয়ে জেলের জালে উঠে আসল একটি মর্টার শেল। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ব্লকপাড়া এলাকার শিকলবাহা খালের মুখে স্থানীয় জেলে মাহবুব আলমের জালে এটি আটকা পড়ে।
১২০ মিলিমিটার লম্বা এই মর্টার শেল জালে উঠে আসার খবরে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এটি দেখতে ভিড় জমে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জেলে মাহবুব আলম বলেন, আমি প্রতিদিনের মত খালে জাল নিয়ে মাছ ধরতে যায়। জাল মারতেই জালটি আটকা পড়ে। পরে এটি পানি থেকে তুলে স্ক্র্যাপ মনে করে বিক্রির চেষ্টা করেছিলাম। কিন্তু স্থানীয়রা এটি চিনে পুলিশকে খবর দিলে তারা সেটি উদ্ধার করে নিয়ে যায়। এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ জানান, মর্টার শেলটি বর্তমানে উদ্ধারকৃত স্থানেই পুলিশের নজরদারীতে রয়েছে। আজ বুধবার র্যাবের বোম ডিস্পোজল ইউনিট এসে তা নিস্ক্রিয় করার কথা রয়েছে।