রাঙামাটির লংগদু উপজেলায় বালুভর্তি বোট ও স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (০৫ নভেম্বর) দিনগত রাত তিনটার দিকে তাদের উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, লংগদু উপজেলার কাট্টলী এলাকায় জেলেদের জালে কলেজ শিক্ষার্থী রিটনের লাশটি আটকা পড়ে। পরে রোববার সকাল ৬টার দিকে একইস্থানে ভেসে ওঠে এলোমিনা চাকমার মরদেহ।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর দুপুরে বাঘাইছড়ি থেকে ছেড়ে আসা স্পিডবোটকে রাঙামাটি থেকে ছেড়ে আসা বালুভর্তি বোট ধাক্কা মারলে স্পিটবোটে থাকা দুইযাত্রী হ্রদে ডুবে যায় এবং সাতজন যাত্রী আহত হন।












