জেলেপল্লীতে আগুন সেই তরুণ আটক

অপরাধীরা শনাক্ত : স্বরাষ্ট্রমন্ত্রী এবার রংপুরের

| মঙ্গলবার , ১৯ অক্টোবর, ২০২১ at ৭:০০ পূর্বাহ্ণ

ফেইসবুকে এক তরুণের ধর্ম অবমাননার কথিত অভিযোগ তুলে রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়া জেলেপল্লীর ২৯টি বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। গত রোববার রাতে প্রায় সাত ঘণ্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ। রংপুরের সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, ফেইসবুকে মাঝিপড়ার এক হিন্দু তরুণ ‘ধর্মীয় অবমাননাকর’ পোস্ট দিয়েছেন অভিযোগ তুলে গ্রামের মধ্যে উত্তেজনা ছড়ানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তরুণের বসতবাড়ির আশপাশে অবস্থান নেয়। শেষ পর্যন্ত সেই বাড়িটি রক্ষা করা গেলেও হামলাকারীরা দূর থেকে কিছু বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়।
এদিকে যার ফেইসবুকে কথিত ধর্ম অবমাননার অভিযোগ তুলে রংপুরে জেলেপল্লীর বাড়িঘর পোড়ানো হয় সেই তরুণকে আটক করেছে পুলিশ। গতকাল জয়পুরহাট থেকে তাকে ধরা হয়।
পীরগঞ্জে অগ্নিসংযোগ-লুটপাটের ঘটনায় সম্পৃক্তদের তাৎক্ষণিকভাবে চিহ্নিত করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ওই ঘটনায় জড়িত সন্দেহে ৪৫ জনকে ইতোমধ্যে আটক করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের যথাযথ ব্যবস্থা নিতে বলেছেন।
দুর্গাপূজার মধ্যে কুমিল্লার একটি পূজামণ্ডপে কোরআন অবমাননার কথিত অভিযোগ তুলে সহিংসতা শুরুর পর গত কয়েক দিনে তা ছড়িয়েছিল চট্টগ্রাম, নোয়াখালী, কঙবাজার, ফেনীসহ বিভিন্ন অঞ্চলে। সেই সামপ্রদায়িক আগুনে রোববার রাতে পুড়েছে পীরগঞ্জের মাঝিপাড়া। ফেইসবুকে এক তরুণের ‘ধর্ম অবমাননার’ অভিযোগ তুলে সেখানে ২৯টি বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে কোনো জীবনহানি হয়নি, তবে সম্পদহানি হয়েছে, বাড়িঘর পুড়িয়েছে। আমরা মনে করি এই লোকদের আমরা চিহ্নিত করেছি তাৎক্ষণিকভাবেই। এলাকাবাসীর সহায়তায় ৪৫ জনকে ধরেছি এবং আরো কয়েকজনকে ধরার জন্য চেষ্টা চলছে।
তিনি বলেন, আমার কাছে যে তথ্য এসেছে, সেখানে ২৫টি বাড়িতে অগ্নিসংযোগ করেছে। দুস্কৃতকারীরা বাড়িঘর লুট করেছে। ৯০ শতাংশের বেশি বাড়িঘর লুটপাট এবং ভাঙচুর করেছে।
পুলিশ পৌঁছানোর আগেই সেখানে ঘটনা ঘটানো হয়েছে মন্তব্য করে আসাদুজ্জামান খান কামাল বলেন, রাতেই অতিরিক্ত পুলিশ, এপিবিএন, র‌্যাব আর বিজিবি সেখানে গেছে। আমাদের নিরাপত্তার যত ধরনের ব্যবস্থা সেটি আমরা গ্রহণ করেছি। কিন্তু এ ঘটনাটা আকস্মিকভাবেই দুস্কৃতকারীরা ঘটিয়ে ফেলেছে।
তিনি জানান, জেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও কাপড় বিতরণ করেছে। স্থানীয় এমপি জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীও উদ্যোগ নিয়েছেন। বাড়ি নির্মাণের জন্যও প্রধানমন্ত্রী নিদের্শনা দিয়েছেন, যার যা প্রয়োজন হয় দেওয়া হবে। খুব শিগগিরই তাদের বাড়ি-ঘর তৈরি করে দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধসারা দেশে ৭১ মামলা আটক ৪৫০
পরবর্তী নিবন্ধহলে ফিরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা