মস্কোকে নিশানা বানানো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উচিত হবে না মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও উচিত তার বেঁধে দেওয়া ৫০ দিনের সময়সীমার মধ্যেই যুদ্ধবিরতিতে রাজি হওয়া, না হলে নিষেধাজ্ঞা চালু হয়ে যাবে।
মঙ্গলবার তার এ মন্তব্যের আগে ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে আলোচনা সম্বন্ধে অবগত লোকজনের বরাত দিয়ে বলা হয়েছিল, ট্রাম্প গোপনে রাশিয়ার মূল ভূখণ্ডে হামলা জোরদারে ইউক্রেনকে উৎসাহিত করেছেন। যুক্তরাষ্ট্র দূরপাল্লার অস্ত্র দিলে ইউক্রেন মস্কোতে আঘাত হানতে পারবে কিনা, ট্রাম্প তা জেলেনস্কির কাছে জানতেও চেয়েছেন বলে পত্রিকাটি দাবি করে। খবর বিডিনিউজের।
কিন্তু মঙ্গলবার হোয়াইট হাউজের সাউথ লনে সাংবাদিকরা ট্রাম্পকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি রাশিয়ার রাজধানীতে হামলার ব্যাপারে নিরুৎসাহিত করেন। তিনি বলেন, না, তার মস্কোকে নিশানা বানানো উচিত হবে না।