জেলেদের জীবন যাত্রার মান উন্নয়নে কাজ করবে জামায়াত ইসলাম

পতেঙ্গায় উঠান বৈঠকে জামায়াত নেতা শফিউল আলম

| রবিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৫ at ১২:৪৪ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াত ইসলাম চট্টগ্রাম১১ আসনে সংসদ সদস্য প্রার্থী শফিউল আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলাম ক্ষমতায় গেলে পতেঙ্গার জেলেপল্লীর বাসিন্দাদের দীর্ঘদিনের প্রাণের দাবি মহাশ্মশান ঘাট, গঙ্গাঁস্থান ঘাট ও অলি গলির রাস্তার উন্নতি করা হবে। পাশাপাশি জেলেসমপ্রদায়ের বাসিন্দাদের জীবন যাত্রার মান উন্নয়নে কাজ করবে বাংলাদেশ জামায়াত ইসলাম। ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১১টায় নগরীর উত্তর পতেঙ্গা জেলেপাড়ায় সুরেশ দাসের সভাপতিত্বে এবং বাংলাদেশ জামায়াত ইসলামের ৪০ নম্বর ওয়ার্ডের পশ্চিম সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি মো. বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় উঠান বৈঠকের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, মাদক, সন্ত্রাসবাদ নির্মূলসহ বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সনাতন ধর্মাবলম্বীর কাছে তিনি আগামী নির্বাচনে জামায়াতের পক্ষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান। এসময় উপস্থিত ছিলেন, ৪০ নম্বর ওয়ার্ডের নায়েবে আমির আব্দুল মোতালেব। এতে আরও উপস্থিত ছিলেন, মুসলিমাবাদ পশ্চিম, যুব পশ্চিম, মোহাম্মদ পাড়া ও জিলানী নগরের ইউনিটের সদস্য (রোকন) ও কর্মী। আলোচনা সভা শেষে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বস্ত্র বিতরণের পর জেলেপাড়া মোড় থেকে মুসলিমাবাদ মোড় পর্যন্ত গণসংযোগ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশেষ হলো ফরাসি ধ্রুপদী চলচ্চিত্র উৎসব
পরবর্তী নিবন্ধবিভিন্ন খাতে আলোর দিশা ফাউন্ডেশনের অনুদান