জেলেকে মারধর করে সাগরে ছুঁড়ে মারলো প্রতিপক্ষ

জাল বসানো নিয়ে বিরোধ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১১ আগস্ট, ২০২৩ at ৮:৪৩ পূর্বাহ্ণ

সাগরে জাল বসানো নিয়ে বিরোধের জের ধরে এক জেলেকে মারধর করে সাগরে ছুঁড়ে দেয় প্রতিপক্ষ। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে হালিশহর থানাধীন আনন্দবাজার এলাকায় সিবিচে এ ঘটনা ঘটে। আহত অজিত দাস (৩০) হালিশহর আনন্দ বাজার এলাকার বাবুল দাসের ছেলে। অজিত দাসকে হাসপাতালে নিয়ে আসা প্রদীপ দাস নামে আরেক জেলে জানান, কয়েকজন জেলের সঙ্গে সাগরে জাল বসানোর স্থান নিয়ে তার বিরোধ রয়েছে। এ বিষয়ে উভয়পক্ষে সালিশি বৈঠকেরও উদ্যোগ নেওয়া হয়। কিন্তু প্রতিপক্ষ সালিশি বৈঠকে বসতে রাজি না হওয়ায় তিনি তার জায়গায় জাল বসিয়ে চলে আসেন। এতে ক্ষুদ্ধ হয়ে ৫ জেলে অজিত দাসের ওপর হামলা করে তাকে সাগরে ফেলে দেয়। খবর পেয়ে প্রদীপ দাসসহ কয়েকজন জেলে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

পূর্ববর্তী নিবন্ধনির্ধারিত সময়ে সাক্ষীর জেরা হয়নি
পরবর্তী নিবন্ধফরম ফিলাপ করার দাবিতে চসিক ভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ