চট্টগ্রাম জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়ার অন্যতম ইভেন্ট ফুটবল প্রতিযোগিতা গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ মাঠে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে। বালক বিভাগে ১৬টি দল এবং বালিকা বিভাগে ৬টি দল অংশগ্রহণ করছে। বালক বিভাগে ফটিকছড়ি, বোয়ালখালী, সীতাকুন্ড, আনোয়ারা, বন্দর, পটিয়া, পাহাড়তলী, বাঁশখালী, মীরসরাই এবং বালিকা গ্রুপে রাউজান ও মীরসরাই স্ব স্ব খেলায় জয়লাভ করে দ্বিতীয় রাউন্ডে উঠেছে। আজ সকাল ৮টা থেকে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়ে বিকেল পর্যন্ত চলবে। পরের দিন শনিবার বিকেল ৩টায় প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার প্রতিযোগিতা শুরুর আগে চট্টগ্রামের সহকারী জেলা শিক্ষা অফিসার সৈয়দ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন। জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক সাব্বির আহমেদ, নাসিরাবাদ সরকারি স্কুলের সিনিয়র শিক্ষক (ক্রীড়া) দেবাশীষ নন্দী, পিএইচ আমীন একাডেমির সিনিয়র শিক্ষক মোহাম্মদ জাফর, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের ক্রীড়া শিক্ষক জামাল হোসেন খান উপস্থিত ছিলেন।