চট্টগ্রাম জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবলের বালক বিভাগে কর্ণফুলী উপজেলার মরিয়ম আশ্রম স্কুল শিরোপা লাভ করেছে। গত বুধবার চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ মাঠে অনুষ্ঠিত জেলা পর্যায়ের ফাইনালে মরিয়ম আশ্রম টাইব্রেকারে ৩-২ গোলে ফটিকছড়ি উপজেলার নানুপুর আবু সোবহান স্কুলকে পরাজিত করে। নির্ধারিত সময় পর্যন্ত খেলা ১-১ গোলে ড্র ছিল। এই সময়ে দুই দলের কিশোর খেলোয়াড়দের ফুটবল শৈলী দর্শকদের আনন্দ দিয়েছে। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের রাইট উইংগার উইলিয়াম ত্রিপুরা। এদিকে একই ভেন্যুতে অনুষ্ঠিত বালিকা বিভাগের ফাইনালে রাউজান উপজেলার রামগতি রামধন আবদুল বারী চৌধুরী সরকারি স্কুল টাইব্রেকারে ২-১ গোলে আনোয়ারা উপজেলার বুরুমছড়া শহীদ বশরুজ্জামান স্কুলকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হয়েছে। নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে পারেনি। ফলে খেলাটি টাইব্রেকারে গড়ায়। এতে জয়ী হয় রাউজান আর আর এসি স্কুল। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে বিজিত দলের খেলোয়াড় শিপ্রা দাশ। খেলা শেষে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মো. বদিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনীর সভাপতিত্বে এবং চট্টগ্রাম সরকারি বালিকা স্কুলের ক্রীড়া শিক্ষক আলমগীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাউশি চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক (কলেজ) ড. গোলাম মাওলা ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের সহযোগী অধ্যাপক মো. মাহফুজুর রহমান।