জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস ওয়ার্কাস ইউনিয়নের ঈদ বোনাস

| শনিবার , ২২ মার্চ, ২০২৫ at ৯:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস ওয়ার্কাস ইউনিয়নের পক্ষ থেকে সমিতির সদস্যদের ঈদ বোনাস প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে চট্টগ্রাম নগরীর চকবাজার কাপাসগোল এলাকায় নিজস্ব কার্যলয়ে শ্রমিকদের চিকিৎসা খরচ ও ঈদ বোনাসসহ নগদ আর্থ প্রধান করা হয়। সংগঠনের সভাপতি মোঃ জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কাপ্তাই বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শওকত আলী। বক্তব্য রাখেন শ্রমিক নেতা, শাহা আলম, আজিজসহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন, দলমত বন্ধ করতে হবে, গত সরকার লুটপাট করে চলে গেছে, গাড়ি বন্ধ হলে শ্রমিকরা চলতে পারবে না। শ্রমিকদের ন্যায্য দাবি না মানলে রোজার পরে কটোর আন্দোলনে যেতে বাধ্য হবে হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনের পাশে দাঁড়ান
পরবর্তী নিবন্ধরোটারী সাগরিকার ঈদ উপহার বিতরণ