বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামে ৫দিন ব্যাপী ‘রক্তাক্ত জুলাই’ শিরোনামে গ্রাফিতি ও ক্যালিগ্রাফি বিষয়ক অক্ষরপর্ব: কর্মশালার উদ্বোধন হয়। জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কর্মশালার মুখ্য প্রশিক্ষক শিল্পী ড. আব্দুস সাত্তার। অতিথি ছিলেন কর্মশালার সহকারী প্রশিক্ষক প্রফেসর জাহেদ আলী যুবরাজ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের উপ–পরিচালক প্রদ্যেুাত কুমার দাশ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ইনস্ট্রাক্টর জান্নাতুল ফেরদৌস কেয়া এবং চারুশিল্পী তাসাদ্দুক হোসেন দুলু। কর্মশালায় অংশগ্রহণ কারীদের মধ্যে ছিলেন সৈয়দা করিমুননেসা ডালিয়া, সংগীতা চৌধুরী, হাসনা হেনা পরশ, সঞ্জয় কুমার দাশ, উদ্দীনান তালুকদার বাপ্পা, কামরুন নাহার, আবদুল মাবুদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।