জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা

| সোমবার , ২৪ মার্চ, ২০২৫ at ৬:১৮ পূর্বাহ্ণ

২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস২০২৫ উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে জয়নুল আবেদিন গ্যালারি হলে গতকাল রোববার বিকাল সাড়ে ৪টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাবেক কালচারাল অফিসার মানসী দাশ তালুকদার, সংগীত শিল্পী আব্দুল মান্নান রানা, জসীম চৌধুরী সবুজ, সঙ্গীত প্রশিক্ষক আব্দুর রহিম, মোস্তফা কামাল প্রমুখ। সভার শুরুতে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ ভয়াল রাতে পাকিস্তানি হানাদাররা এদেশের সাধারণ জনগণের উপর বর্বর ও নৃসংশ হত্যাযজ্ঞ চালিয়ে বিশ্বে ঘৃণিত কালো ইতিহাসের সৃষ্টি করেছে। এদেশের মুক্তিকামী জনগণকে তারা বুলেটের ভয়ে দমিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার মাধ্যমে তারা এদেশের দামাল সাহসী সন্তানদের বীরত্বের কাছে পরাজিত হয়েছে। আমাদের নবীন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে। তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে দেশের গান ও স্বাধীন বাংলাবেতার কেন্দ্রের গানগুলোর চর্চা বাড়াতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধর্ষকদের বিচার দাবিতে খাগড়াছড়ি জেলা মহিলা দলের মানববন্ধন
পরবর্তী নিবন্ধহাফেজগণ কুরআনকে বুকে ধারণ করে আল্লাহর নৈকট্য লাভে ধন্য হউন