জেলা শিল্পকলায় দুদিনব্যাপী এন্টিকস প্রদর্শনীর উদ্বোধন

| শনিবার , ২৪ জানুয়ারি, ২০২৬ at ৬:৪০ পূর্বাহ্ণ

সামাজিক সংগঠন মায়াফুলের উদ্যোগে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে দু’দিনব্যাপী এন্টিকস প্রদর্শনী। গতকাল শুক্রবার সকালে সংগঠনটির উপদেষ্টা মোহাম্মদ মহসিনের সহায়তায় আয়োজিত প্রদর্শনীটি উদ্বোধন করেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফ। সোমা মুৎসুদ্দি’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মায়াফুলের উপদেষ্টা সাখাওয়াত হোসেন মহসিন, সভাপতি বশির আহমেদ, সাধারণ সম্পাদক রায়হান মাহমুদ, সুজন চৌধুরী, মঞ্জুর মোরশেদ, ওমর ফারুক রিটন, ওমর ফারুক তানভীর, তৌফিক উদ্দিন, তাজুল ইসলাম, আব্দুল হাকিম, মাসফিকা জাহান, তাহমিনা আলম, উম্মে সাদিয়া, তানিয়া আলম, ইসরাত জাহান, সাফায়েত মাহমুদ, জাহানারা আক্তার শারমিন প্রমুখ। আজ শনিবার সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। অনুষ্ঠানে দ্বিতীয় দিনে থাকছে শিশুদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা।সংগঠনটি সভাপতি বশির আহমেদ বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন মায়াফুল ২০১৫ সাল থেকে সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করার পাশাপাশি নানান ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে থাকেন এই প্রদর্শনীর আয়োজনটিও ঠিক তেমন। এতে দর্শনার্থীরা যেমন এন্টিকস বিশাল সংগ্রহের সাথে পরিচিত হতে পারছে, তেমনটা জানতে পারছে মায়াফুলের কার্যক্রম নিয়েও। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছালেহ জহুর ওয়াজেদী দরবারে মিরাজুন্নবী (দ.) মাহফিল
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে জামায়াত প্রার্থী নুরুল আমিনের প্রচারণা শুরু