জেলা শিল্পকলায় আবৃত্তিসন্ধ্যা

| সোমবার , ৬ জানুয়ারি, ২০২৫ at ৯:১৮ পূর্বাহ্ণ

গত শনিবার জেলা শিল্পকলা একাডেমির গ্যালারী হলে অনুষ্ঠিত হলো ‘অনাদি কালের হৃদয়উৎস হতে’ শিরোনামে একটি আবৃত্তি আসরের পঞ্চম পর্ব। কথা ও কবিতায় শ্রোতাদের মুগ্ধ করে রাখে ব্যতিক্রম আবৃত্তির আসর। মূলত, আবৃত্তিশিল্পের শুদ্ধ চর্চার প্রসারের লক্ষ্যে আবৃত্তি আসরের যাত্রা শুরু হয়। আবৃত্তিশিল্পের সাথে সংশ্লিষ্ট কয়েকজন আবৃত্তিশিল্পীর নিয়মিত চর্চার উদ্দেশ্যে আবৃত্তির আসরের আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন আয়োজকরা।

এবারের পর্বের আবৃত্তিশিল্পী ছিলেননাট্যকার ও ছড়াকার সনজীব বড়ুয়া, আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমু, সোহেল আনোয়ার, আঁখি মজুমদার, সুমী সেনগুপ্তা, গৌতম চৌধুরী, সৈয়দ ফয়সল আহমদ, নীলা হাসান, তাজুল ইসলাম, পূজয়িতা দত্ত, রূপশ্রী সেন গুপ্তা, সঞ্জয় ধর, সুজয় দে, খন্দকার হাবিবা হুদা, হাসান সালেহ্‌ জয়। শুভেচ্ছা জ্ঞাপন পর্বে সাংবাদিক ও কবি বিশ্বজিৎ চৌধুরী বলেন, আবৃত্তি একটি সম্ভাবনাময় দিগন্তে পৌঁছে গিয়েছে। তিনি আরও বলেন, আজকের আয়োজন নিঃসন্দেহে আমাকে অভিভূত করেছে। আমি অনেকের আবৃত্তি শুনে আমার মনে পড়ে গেলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রখ্যাত আবৃত্তিশিল্পী প্রদীপ ঘোষের আবৃত্তি পরিবেশন। একসময় একলা ঘরে অডিও ক্যাসেটে শোনা শম্ভু মিত্রের কণ্ঠে ‘আট বছর আগে’ আমার সারা শরীরে শিহরণ জাগিয়েছে। তিনি আরও প্রত্যাশা করেন, অনাদি কালের হৃদয়উৎস হতে, শিরোনামের এই উদ্যোগ আবৃত্তিশিল্পীদের শুদ্ধ চর্চাকে আরো এগিয়ে নেবে। সামগ্রিক আয়োজনের সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী সোহেল আনোয়ার।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম দিন মাঠে নামছে সিলেট, রংপুর, রাজশাহী ও বরিশাল
পরবর্তী নিবন্ধনতুন পরিকল্পনায় আতিক হাসান