মিয়ানমারের সামরিক বাহিনীকে হটিয়ে মধ্যাঞ্চলীয় একটি শহরের দখল নিয়েছে দেশটির সরকারবিরোধী বাহিনীর সেনারা। তাদের দখলকৃত শহরটি একটি জেলা সদর বলে জানা গেছে। মঙ্গলবার মিয়ানমারের ছায়া সরকার ও স্থানীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। খবর বিডিনিউজের।
রয়টার্স জানিয়েছে, মিয়ানমারের বিরোধীদলীয় জাতীয় ঐক্য সরকার (এনইউজি) এটিকে একটি গুরুত্বপূর্ণ জয় হিসেবে স্বাগত জানিয়েছে। কিন্তু এক বিশ্লেষক সতর্ক করে বলেছেন, কাওলিন শহরের দখল ধরে রাখতে বিরোধী বাহিনীর যোদ্ধাদের ব্যাপক চাপ মোকাবেলা করতে হতে পারে। কাওলিন শহরের বাসিন্দা প্রায় ২৫ হাজার। এনইউজি জানিয়েছে, বিরোধী বাহিনীর সেনারা গত সপ্তাহে কাওলিন শহরে জান্তা সেনাদের ওপর আক্রমণ শুরু করেছিল, সোমবার তারা তাদের হটিয়ে দিয়ে শহরটির দখল নেয়। ছায়া সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে, তাতে তাদের সেনাদের শহরটিতে প্রতিরোধ বাহিনীর পতাকা তুলতে দেখা গেছে।