বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের ২৫তম মাল্টিপারপাস ওয়ার্কশপ গতকাল শনিবার সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে অনুষ্ঠিত হয়।
জেলা রোভারের কমিশনার এবং ২৫ তম মাল্টিপারপাস ওয়ার্কশপের পরিচালক প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ ও চট্টগ্রাম জেলা রোভারের সহ–সভাপতি প্রফেসর মোহাম্মদ কামরুল ইসলাম। প্রধান স্কাউট ব্যক্তিত্ব ছিলেন চট্টগ্রাম অঞ্চলের সহ–সভাপতি অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান। বিশেষ স্কাউট ব্যক্তিত্ব ছিলেন জেলা রোভারের সহ–সভাপতি মুহাম্মদ রুহুল আমীন খান। বিশেষ অতিথি ছিলেন জেলা রোভারের গ্রুপ কমিটির সভাপতি প্রফেসর মো. জসিম উদ্দিন খানম। স্বাগত বক্তব্য রাখেন জেলা রোভারের সম্পাদক এ. জেড.এম বোরহান উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা রোভারের ডিআরএসএল এস,এম, হাবিব উল্লাহ হিরু। কর্মকর্তাদের মধ্যে লিডার ট্রেনার এস,এম আফজর রহমান, জেলা রোভারের কোষাধ্যক্ষ মোহাম্মদ খালেদুর রহমান, সহকারী কমিশনার আবদুল হান্নান সিকদার দায়িত্ব পালন করেন।
প্রধান স্কাউট ব্যক্তিত্ব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান বলেন, তরুণ প্রজন্মের মানস গঠনে স্কাউট আন্দোলনের ইতিবাচক ভূমিকা রয়েছে। স্কাউট আন্দোলন বাংলাদেশে প্রসারের মূল লক্ষ্য হচ্ছে পৃথিবীর যেখানেই ইতিবাচক দিক আছে, ভালো কিছু আছে তা গ্রহণ করা। পাশাপাশি আমাদের যে মানবিক গুণাবলী, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা, সৌহার্দ্য এবং সমপ্রীতি এসব সৃষ্টির ব্যাপারে স্কাউট আন্দোলন বড় রকমের ভূমিকা পালন করে। তিনি আরো বলেন স্কাউট আন্দোলনের সঙ্গে শিক্ষকবৃন্দ জড়িত রয়েছেন। এমনকি অবসরগ্রহণকারী শিক্ষকরাও এ আন্দোলনে সম্পৃক্ত। তারা মূলত দায়বদ্ধতার জায়গা থেকে সমাজের অগ্রগতি, তরুণ প্রজন্মকে আদর্শনিষ্ঠ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। উক্ত ওয়ার্কশপে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ৭০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।