‘মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বুধবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জেলা রেড ক্রিসেন্টের মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা ও অগ্নিকাণ্ডের মহড়া অনুষ্ঠিত হয়। রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের আয়োজনে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের উদ্যোগে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার সাবেক সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারি মো. আসলাম খান। যুব প্রধান গাজী মো. ইফতেকার হোসেন ইমুর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন রুমেল,আব্দুর রশিদ খান, আশরাফুদ্দৌলা সুজন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবেলার কৌশল হিসেবে জনসচেতনতার পাশাপাশি দেশব্যাপী ভূমিকম্প ও অগ্নিকাণ্ড রোধে মহড়ার মাধ্যমে আমরা দুর্যোগ ঝুঁকি হ্রাস করতে পারি। যুব স্বেচ্ছাসেবকরা পূর্ব প্রস্তুতি নিশ্চিত করার কারণে আজ প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনা সম্ভব হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।











