জেলা রেজিস্ট্রারের সাথে দলিল লেখক সমিতির মতবিনিময়

| বৃহস্পতিবার , ৩০ অক্টোবর, ২০২৫ at ৭:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার খন্দকার জামীলুর রহমানের সাথে নবনির্বাচিত চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির মতবিনিময় সভা গত ২৭ অক্টোবর রেজিস্ট্রেশন কমপ্লেঙ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা রেজিস্ট্রার নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দলিল লেখকগণ জনগণের সেবার পাশাপাশি সরকারের রাজস্ব সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি শামছুল করিম লিটন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর আলী, আনোয়ারা দলিল লেখক সমিতির আহ্বায়ক নাজিম উদ্দিন ও সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম, চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহসভাপতি এম জাহাঙ্গীর আলম, সহসভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, রফিকুল ইসলাম, নিজাম উদ্দিন খান, সানু বিশ্বাস চন্দন, সিনিয়র সহসাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, এস এম সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক এস এম দাউদ, ওয়াহিদুল ইসলাম ওয়াহিদ, অর্থ সম্পাদক মো. মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম হৃদয়, দপ্তর সম্পাদক মো. আকবর, মো. ইদ্রিস, কামরুল ইসলাম, জেলা কমিটির পরিষদ সদস্য নাসির উদ্দিন, ওসমান গনি, সুমন মজুমদার, আনোয়ারা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি রফিক উদ্দিন, পরিষদ সদস্য মো. মোরশেদ আলম, প্রদীপ দত্ত, দলিল লেখক জয়নাল আবেদীন, ইকবাল হায়দার, সীতাকুণ্ড দলিল লেখক সমিতির সহসভাপতি শাহ আলম, মো. আসলাম, সেকান্দর মিয়া, মো. ওসমান, মোছলেহ উদ্দিন দিলু, মো. রায়হান, মো. ইসমাইল, মো. ইয়াসিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবৃহত্তর নোয়াখালী আইনজীবী কল্যাণ সমিতি চট্টগ্রামের মতবিনিময়
পরবর্তী নিবন্ধপল্টন হত্যাকাণ্ড ছিল গোটা বাংলাদেশকে হত্যার শামিল