জেলা প্রশাসনের সহায়তা পেলেন আদালত ভবন মুদ্রাক্ষরিকরা

| মঙ্গলবার , ২২ জুন, ২০২১ at ১০:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে কোভিড-১৯ জনিত উদ্ভূত পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া আদালত ভবনস্থ মুদ্রাক্ষরিক কল্যাণ সমিতির ২২ জন সদস্যের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত উপহার হিসেবে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রত্যেককে নগদ অর্থ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক, জেলা নাজির মো. জামাল উদ্দিন, মুদ্রাক্ষরিক কল্যাণ সমিতির সভাপতি তপন কান্তি ঘোষ, সদর স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, অর্থ সম্পাদক রতন কুমার নাথসহ সংগঠনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
এসময় প্রধান অতিথি বলেন, কোভিড পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সমাজের অসহায়, দুস্থ, গরিব, দরিদ্র জনগোষ্ঠী, অস্বচ্ছল ভেণ্ডার, মুদ্রাক্ষরিক ও কর্মহীন মানুষদেরকে সরকারি সহায়তা হিসেবে নগদ অর্থ ও উপহার সামগ্রী দেয়া হচ্ছে। আমরা চাই এই পরিস্থিতিতে কেউ না খেয়ে কষ্টে থাকবেনা। এ বিষয়টি কঠোরভাবে নজরদারী করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে বসতবাড়ি ভাংচুর মামলার আসামি মজিদ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধঋণ শ্রেণিকরণের সময়সীমা বাড়াতে চিটাগাং চেম্বার সভাপতির আহবান