দায়িত্ব গ্রহণের তৃতীয় দিনে ভূমি অধিগ্রহণসহ (এলএ) বিভিন্ন শাখার কার্যক্রম পরিদর্শন করেছেন নবনিযুক্ত চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। গতকাল বুধবার দুপুরে পরিদর্শনে বের হয়ে জেলা প্রশাসনের অন্ত্তত ৬টি গুরুত্বপূর্ণ শাখায় যান ডিসি। এর মধ্যে রয়েছে ভূমি অধিগ্রহণ শাখা, নেজারত শাখা, রাজস্ব শাখা, আরএম শাখা, জেনারেল সার্টিফিকেট শাখা ও মোবাইল কোর্ট শাখা। এ সময় সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন তিনি।
জানা গেছে, পরিদর্শনকালে বিভিন্ন শাখায় ব্যবহৃত পুরাতন ফার্নিচার পরিস্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি অপ্রয়োজনীয় মালামাল সরিয়ে ফেলার নির্দেশ দেন ডিসি। পরে এলএ শাখায় গিয়ে বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করেন। সেবাগ্রহীতারা যাতে হয়রানির শিকার না হয় সেজন্য স্বচ্ছতার সাথে সেবা প্রদানের নির্দেশ দিয়েছেন ডিসি। পরিদর্শনকালে সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, নবনিযুক্ত ডিসি পর্যায়ক্রমে সবগুলো শাখা পরিদর্শন করবেন। উল্লেখ্য, গত ৩ জানুয়ারি চট্টগ্রাম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ মমিনুর রহমান।