কর্ণফুলী নদীর পাড়ে সরকারি জায়গা দখল করে বেসরকারি বাণিজ্য চলছে। নগরীর ফিরিঙ্গিবাজার এলাকার ফিশারি ঘাটের কাছে মেরিন রোডের লাগোয়া জেলা প্রশাসনের তৈরি করা পার্ক দখল করে বর্ষব্যাপী ওরশ বিরিয়ানির বাণিজ্য চলছে।
কর্ণফুলী নদীর তীরে একটি জায়গায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরবাসীর অবসর বিনোদনের জন্য একটি জায়গাকে পার্কের আদল দেয়া হয়। যেখানে মানুষ বিকেল, সন্ধ্যা কিংবা চাঁদনী রাতে পরিবার–পরিজন নিয়ে বসতে পারে। সময় কাটাতে পারে। নদী পাড়ের খোলা জায়গাটি অনেকের কাছেই বেশ প্রিয় হয়ে ওঠে। কিন্তু সমপ্রতি পার্কের ভেতরের একটি অংশ দখল করে সেখানে শুরু হয়েছে ‘বর্ষব্যাপী ওরশ বিরিয়ানি বিক্রির উৎসব’।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, বর্ষব্যাপী ওরশ বিরিয়ানি এবং ঐতিহ্যবাহী মেজবানি মাংস বিক্রির এই কার্যক্রমে নদীর পাড়ের মনোরম পরিবেশ নষ্ট হচ্ছে। নগরবাসীর অবসর কাটানোর জায়গাটি বেহাত হয়ে যাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। সরকারি জায়গায় এই বেসরকারি বাণিজ্যের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।