জেলা প্রশাসনের নৈতিক স্কুলে খাদ্য সামগ্রী বিতরণ

| মঙ্গলবার , ২৭ এপ্রিল, ২০২১ at ৭:১২ পূর্বাহ্ণ

খুলশী ঝাউতলাস্থ নৈতিক স্কুলের শিক্ষার্থীদের জন্য চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে গতকাল সোমবার ১১০ জন শিক্ষার্থীকে খাদ্যসামগ্রী উপহারস্বরূপ প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি চবির সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দীন। ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত, ম্যাজিস্ট্রেট সোনিয়া হক, বিদ্যালয়ের শিক্ষক তৌহীদ, মহসিন, বিপ্লব রেফায়েত, সিরাজ, রাহাত প্রমুখ। ড. গাজী সালেহ উদ্দীন বলেন, করোনাকালীন এই কঠিন ক্রান্তিকালে চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান ব্যতিক্রমধর্মী গরীব পথশিশুদের নিয়ে গড়া নৈতিক স্কুলের শিক্ষার্থীদের কল্যাণে এগিয়ে আসায় ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতে নৈতিক স্কুলের পাশে চট্টগ্রামের জেলা প্রশাসক সাথে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধকদমমোবারক মসজিদে খতম তারাবি শেষ হবে আজ