জেলা প্রশাসনের নিয়োগ পরীক্ষায় প্রক্সি, আটক ২

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১১ মার্চ, ২০২২ at ৪:১৩ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজে অনুষ্টিত চট্টগ্রাম জেলা প্রশাসনের রাজস্ব শাখার অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ প্রতারক সিন্ডিকেটের দুই সদস্যকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এনথ্রোপলজি বিভাগের ছাত্র জালাল উদ্দিন (২৪) এবং আব্দুল কাদের রিমন (২৫)। আজ শুক্রবার (১১ মার্চ) দুপুরে তাদের আটক করা হয়।

পরীক্ষার হলে হাজিরাশীটের ছবির সাথে পরীক্ষার্থীর চেহারা মিলানোর সময় গড়মিল পায় কেন্দ্রের দায়িত্বে থাকা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম। একপর্যায়ে হাজিরাশীটের তথ্য এবং প্রবেশপত্রের ছবি ও অন্যান্য তথ্য অনুসন্ধান করে তিনি দেখতে পান, মো. হায়দার রশিদ নামের পরীক্ষার্থীর পরিবর্তে পরীক্ষার প্রবেশপত্রে ফটোশপ করা হয়।

প্রক্সির এ ঘটনায় পরস্পরের মধ্যে ৫ হাজার টাকার লেনদেন হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

জেলা প্রশাসকের স্টাফ অফিসার পিযুষ কুমার চৌধুরী আজাদীকে বলেন, জালাল উদ্দিনের তথ্যের সূত্র ধরে ছদ্মবেশে ম্যাজিস্ট্রেট আশরাফুল আলমের নেতৃত্বে একটি টিম নগরীর নিউমার্কেট, রিয়াজুদ্দিন বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।

এসময় চসিক মিউনসিপ্যাল স্কুল সংলগ্ন এলাকা থেকে আব্দুল কাদের রিমনকে গ্রেফতার করা হয়। রিমনের তথ্যমতে জাহাঙ্গীর সহ আরো কয়েকজন নিয়োগ পরীক্ষার প্রক্সি সিন্ডিকেটের সাথে জড়িত বলে জানা যায়।

এই প্রতারক চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধ২৮ মার্চ আধা বেলা হরতাল
পরবর্তী নিবন্ধসিআইইউ মার্কেটিং ক্লাবের প্রেজেন্টেশন বিষয়ক অনুষ্ঠান