মুজিববর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস ২০২১ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন। গতকাল বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের শেখ রাসেল চত্বরে মাসব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন সূত্র জানায়, মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা, প্রমাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে মাসব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয় । অনুষ্ঠানে কাওসার চৌধুরী নির্মিত ‘বধ্যভূমিতে একদিন’ প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হয়।
জেলা প্রশাসন সূত্র আরো জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার এ কে এম সরোয়ার কামাল ও মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিনুর রহমান।