জেলা প্রশাসক কার্যালয়ে ‘বীর মুক্তিযোদ্ধা চেয়ার’ উদ্বোধন

মহান মুক্তিযুদ্ধের চেতনা অন্তরে ধারণ করব : ডিসি

| শনিবার , ২৩ জানুয়ারি, ২০২১ at ১২:৩০ অপরাহ্ণ

চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে প্রথমবারের মত উদ্বোধন করা হয়েছে ‘বীর মুক্তিযোদ্ধা চেয়ার’। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা শেষে বিশেষ এ চেয়ারের উদ্বোধন করেন নবাগত ডিসি মো. মমিনুর রহমান।
এর আগে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে না পড়লে বাংলাদেশ স্বাধীন হত না। দেশ স্বাধীন হওয়ার পেছনে বীর মুক্তিযোদ্ধাদের অবদান অবিস্মরণীয়। যতদিন বেঁচে থাকবো তাদের সর্বোচ্চ সম্মান দিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনা অন্তরে ধারণ করবো।
ডিসি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়ে চট্টগ্রাম পাঠিয়েছেন, আমি যেন তা পালন করতে পারি, সেজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ণে সরকার ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে অবহিত করা হবে জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলে বীর মুক্তিযোদ্ধাদের জন্য মঙ্গল হবে না। আসন্ন চসিক নির্বাচনে বীর মুক্তিযোদ্ধারা যাতে আলাদা লাইনে ভোট প্রয়োগ করতে পারে, সে ব্যাপারে নির্বাচন কমিশনকে অবহিত করা হবে বলে জানান ডিসি।
সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ। সঞ্চালনায় ছিলেন সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস। বক্তব্য দেন ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী সৈয়দ, বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছার, সহকারী কমান্ডার খোরশেদ আলম, আকবরশাহ থানার ডেপুটি কমান্ডার মো. নূর উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর কমিটির উপদেষ্টা নওশাদ মাহমুদ রানা, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সরওয়ার আলম চৌধুরী মনি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযাত্রামোহনের বাড়ি ব্যক্তি বিশেষের সম্পত্তি হতে পারে না
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ