জেলা প্রশাসকের সাথে স্কুল-কলেজ ছাত্র প্রতিনিধিদের মতবিনিময়

| বৃহস্পতিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমানের সাথে স্কুল-কলেজ প্রতিনিধিদের মতবিনিময় সভা গত ২ ফেব্রুয়ারি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, চট্টগ্রামের শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের বিষয়ে সবসময় কাজ করব। সাধারণ শিক্ষার্থীদের সৃজনশীল ভাবনা নিয়ে আধুনিক চট্টগ্রাম গড়তে ছাত্রসমাজের পাশে থাকবেন বলে জানান তিনি। এ সময় ছাত্র প্রতিনিধিদের বিআরটিসি স্কুল বাস মনিটরিং টিমের প্রশংসা করেন তিনি।
ছাত্র প্রতিনিধি স্কুল বাস মনিটরিং টিমের সমন্বয়ক সাজ্জাদুল ইসলাম সোহাগ বলেন, দীর্ঘ দিন করোনা মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সাথে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ১০টি স্কুল বাসের চলাচলও বন্ধ। শিক্ষা প্রতিষ্ঠান খুললে পুনরায় স্কুল বাসগুলো চলাচল শুরু করবে।
সভায় উপস্থিত ছিলেন ইনজামুল ইমু, মিনহাজুল ইসলাম, ইয়াছিন আরাফাত মুন্না, ফয়সাল ওয়াজেদ, আদিল হোসেন, আরিফ উদ্দীন, নাহিদুল ইসলাম, মারুফ হাসান, মুশকিল হায়দার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনানা আয়োজনে ‘সেগাফ্রেডো জেনেতি এসপ্রেসো’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধ‘যৌতুক ও মাদকের আগ্রাসন থামাতে হবে’