জেলা প্রশাসকের সাথে মহানগর জামায়াত নেতৃবৃন্দের সাক্ষাৎ

| শুক্রবার , ৭ নভেম্বর, ২০২৫ at ৬:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের জেলা প্রশাসক সাইফুল ইসলামের সাথে মহানগর জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল গতকাল বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মহানগরী আমির নবনিযুক্ত জেলা প্রশাসককে অভিনন্দন জানান এবং তাঁর দায়িত্বকালীন সফলতা কামনা করেন। তিনি চট্টগ্রাম মহানগরীর সার্বিক উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম এবং সামাজিক শান্তিসমপ্রীতি রক্ষায় প্রশাসনের গঠনমূলক ভূমিকার রাখার আহ্বান জানান। জেলা প্রশাসকও চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে উন্নয়ন ও জনকল্যাণে সহযোগিতার মনোভাব ব্যক্ত করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফুর রহমান, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি তানজীর হোসেন জুয়েল, মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, অ্যাডভোকেট আরিফুর রহমান, অ্যাডভোকেট মোজাফফর হোসেন, অ্যাডভোকেট শাহাদাত হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএক্সিম ব্যাংকের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন শওকাতুল আলম
পরবর্তী নিবন্ধবোয়ালখালীর ঐতিহাসিক ‘দত্তবাড়ি-কে’ হেরিটেজ ঘোষণা করে সংরক্ষণের দাবি